প্রথম টি-টোয়েন্টিতে উইন্ডিজকে ১৩ রানে হারিয়ে সিরিজে লিড পেলো কিউইরা

|

ইএসপিএন ক্রিকইনফো থেকে নেয়া ছবি।

প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ক্যারিবীয়দের ১৩ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো কিউইরা। ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের করা ১৮৫ রানের জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ।

কিংস্টোনে টস হেরে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ের সাথে ৬২ রানের জুটি গড়েন মার্টিন গাপটিল। তবে পর পর দুই বলে স্মিথ এই দুই ওপেনারকে ফিরিয়ে টেনে ধরেন কিউইদের রানের লাগাম। এরপর, অধিনায়ক কেন উইলিয়ামসনের ৪৭ রানে বড় সংগ্রহের পথে হাঁটে সফররতরা। আর শেষ দিকে জিমি নিশামের ১৫ বলে করা ৩৩ রানে ভর করে ৫ উইকেটে ১৮৫ রান করে নিউজিল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। ওপেনার সামারাহ ব্রুকসের ৪২ আর জেসন হোল্ডারের ২৫ রান ছাড়া কেউই প্রতিরোধ গড়তে না পারায় হার অনেকটাই যেন নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।

শেষ দিকে ৮ম উইকেট জুটিতে ওডিন স্মিথকে সাথে নিয়ে ২৬ বলে ৫৮ রানের জুটি গড়ে ম্যাচ কিছুটা জমিয়ে তোলেন রোমারিও শেফার্ড। তবে ৭ উইকেটে ১৭২ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা। শনিবার (১৩ আগস্ট) সিরিজের ২য় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply