গুগল টিভি অ্যাপে ৫০টি চ্যানেল বিনামূল্যে দেখা যাবে

|

গুগল টিভিতে বিনামূল্যে ৫০টি চ্যানেল স্ট্রিমিং করা যাবে। এর জন্য কোনোরকম অ্যাপ ডাউনলোডের প্রয়োজন হবে না। এমনকি কোথাও সাইন আপও করার দরকার হবে না। গ্রাহকদের জন্য এমনই সুখবর নিয়ে এলো গুগল। খবর নাইনটু ফাইভ গুগলের।

সংবাদ মাধ্যমটির খবর থেকে জানান যায়, গুগলের অ্যান্ড্রয়েড টিভি ব্যবহারকারীরা বিনামূল্যে ৫০টি চ্যানেল উপভোগ করতে পারবেন। গুগলের এই নতুন ফিচারটির নাম ‘গুগল টিভি চ্যানেল’। চ্যানেলগুলোর মধ্যে রয়েছে, প্লুটো টিভি, টুবি টিভি, প্লেক্স, প্রাইম ভিডিও, পি-ককসহ আরও অনেক আকর্ষণীয় সব চ্যানেল। বিশেষ করে যারা সংবাদ, মুভি, কার্টুন দেখতে ভালোবাসেন, তাদের কথা মাথায় রেখেই গুগল তাদের চ্যানেলগুলো সাজিয়েছে বলে জানা গেছে।

বর্তমানে এলজির এমন ১৭৫টি টিভি চ্যানেল আছে যা গ্রাহক বিনা পয়সায় দেখতে পারেন। এছাড়া স্যামসাংয়ের রয়েছে ২০০টির বেশি। সেই হিসেবে গুগল তাদের গ্রাহকদের জন্য ৫০টির মতো চ্যানেল ফ্রিতে দেখার সুযোগ করে দিলো। আশা করা যাচ্ছে ভবিষ্যতে গুগল তাদের গ্রাহকদের জন্য চ্যানেলের সংখ্যা আরও বৃদ্ধি করবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply