গাজীপুরে নিরাপদ আবাসন থেকে বাক প্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার

|

ছবি: প্রতীকী

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ভোগড়া এলাকায় মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে বাক প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ আগস্ট) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের নাম মোছা. মিতু (২২)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও আবাসন কেন্দ্র সূত্রে জানা গেছে, ভোগড়া বাইপাস এলাকায় মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্রে টয়লেটের ভিতর ওই কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে কেন্দ্রের অন্য নারীরা টয়লেটের দরজা খুলে মরদেহ ঝুলতে দেখে কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময়ে ওই কিশোরী গলায় ফাঁস দেয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মালেক খসরু বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply