নাটোরে কলেজ শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে অফিস সহকারী আটক

|

কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটককৃত অফিস সহকারী আব্দুল খালেক (৫৮)।

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংডায় একাদশ শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে একই কলেজের অফিস সহকারী আব্দুল
খালেক (৫৮) কে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ আগস্ট) দুপুরে আব্দুল খালেককে আটক করা হয়। আটক আব্দুল খালেক উপজেলার চামারীডিগি কলেজের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

চামারীডিগি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুছাদ্দিকুর রহমান জানান, বুধবার বেলা আনুমানিক ১১টার দিকে একাদশ শ্রেণীর এক শিক্ষার্থী কলেজের লাইব্রেরিতে গেলে অফিস সহকারী আব্দুল খালেক তাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযুক্ত আব্দুল খালেককে আটক করে রাখে। পরে ৯৯৯ এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুল খালেক আটক করে থানায় নিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ও এলাকাবাসী আব্দুল খালেকের শাস্তির দাবিতে কলেজ এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে।

সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে যথার্থ ব্যবস্থা নেয়া হবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply