শুরুতেই ৩ টপ অর্ডারকে হারিয়ে চাপের মুখে টাইগাররা

|

ছবি: সংগৃহীত

সিরিজে শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশনে শুরুতেই ৩ টপ অর্ডারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিং নেমে শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৮ রান।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হেরে ইতোমধ্যেই লজ্জায় ডুবেছে রাসেল ডোমিঙ্গোর দল। এবার শেষ ম্যাচে সান্ত্বনার জয় চায় বাংলাদেশ। তবে ধীর গতির ইনিংসে রান আউটে কাটা পড়েন অধিনায়ক তামিম ইকবাল। ফিরেছেন ১৯ রানে। শান্ত ফিরেছেন গোল্ডেন ডাকে। স্থায়ী হননি ০ রানে ফেরা মুশফিকুর রহিমও। ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। অন্যদিকে, এ পর্যায়ে দলের অধিকাংশ রানই এসেছে এনামুল বিজয়ের ব্যাট থেকে। তিনি ব্যাট করছেন ৪৪ রান নিয়ে।

শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ফিট হয়ে ফিরেছেন মোস্তাফিজ। রঙ্গিন পোশাকে অভিষেক হচ্ছে পেসার এবাদত হোসেনের। জিম্বাবুয়ে একাদশে এসেছে একটি পরিবর্তন। এই ম্যাচে স্বাগতিকদের নেতৃত্ব দিচ্ছেন সিকান্দার রাজা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply