দিনাজপুরে গলায় ফাঁস দিয়ে চিকিৎসকের আত্মহত্যা, স্বামী গ্রেফতার

|

নিহত চিকিৎসক রোকেয়া বেগম ডেইজি।

হিলি প্রতিনিধি:

স্বামীর অত্যাচার ও নির্যাতন সহ্য করতে না পেরে দিনাজপুরের নবাবগঞ্জে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক রোকেয়া বেগম ডেইজি (২৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত চিকিৎসক রোকেয়া বেগম জেলার ফুলবাড়ী উপজেলার উত্তরকৃঞ্চপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আরিফ হোসেনের স্ত্রী। আরিফ হোসেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্মরত আছেন। এরইমধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ আগষ্ট) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আত্মহ্যার আগ মুহূর্তে রোকেয়া একটি সুইসাইড নোট লিখে যান। স্বামী আরিফ হোসেনের অত্যাচারে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে উল্লেখ করেছেন সেই সুইসাইড নোটে। সেখানে স্বামীর বিচারও দাবি করেছেন রোকেয়া।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, এঘটনায় নিহত রোকেয়া বেগম ডেইজির বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ রোকেয়া বেগম ডেইজির স্বামী আরিফ হোসেনকে গ্রেফতার করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply