বিহারে নতুন জোট সরকার; গাটছড়া বাঁধলো জেডিইউ-আরজেডে

|

ভারতের বিহারে বিজেপির সাথে জোট ভেঙ্গে নতুন সরকার গঠন করতে যাচ্ছে জেডিইউ-আরজেডে। বুধবার (১০ আগস্ট) দুপুরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিবেন নীতিশ কুমার; উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন তেজস্বী যাদব।

গেলো কয়েকদিন থেকেই বিহারের রাজনীতিতে চলছিল টানাপোড়েন। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার অভিযোগ তোলেন, তার জনতা দল ইউনাইটেডে ফাটল ধরানোর চেষ্টা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানান, এখনই শক্তহাতে হাল না ধরলে অচিরেই হবে মহারাষ্ট্রের মতো করুন পরিস্থিতি।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। একইসাথে গভর্নরের কাছে আবেদন জানান লালু প্রসাদ যাদবের দল আরজেডি’র সাথে জোট সরকার গড়ার।

বিহারে ২৪৩ আসনের বিধানসভায় বর্তমানে একটি আসন শূন্য। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ১২২ বিধায়কের সমর্থন প্রয়োজন হয়। নীতিশ-তেজস্বী জোট ১৬৪ আইনপ্রণেতার সই করা সমর্থনপত্র জমা দিয়েছে। শপথের পর খুব শিগগিরই হবে পার্লামেন্টে আস্থাভোট।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply