সিউলে বৃষ্টি-বন্যায় ৯ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৩ হাজার ঘরবাড়ি-স্থাপনা

|

নজিরবিহীন বৃষ্টিপাত-বন্যার মুখোমুখি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। বুধবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত ৪৫৭ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খবর রয়টার্সের।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে; এখনো নিখোঁজ ছয় জন। প্রায় ৩ হাজারের কাছাকাছি ঘরবাড়ি বন্যার পানির তোড়ে ক্ষতিগ্রস্ত। পুরোপুরি বিধ্বস্ত অনেক স্থাপনা।

আবহাওয়া অধিদফতর বলছে, ঘণ্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দংজাক জেলায়। যা গেলো ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ। প্রলয়ংকারী বন্যায় ভেসে গেছে হাজার-হাজার গাড়ি, গণপরিবহন। মেট্রো স্টেশন ও পাতাল রেলস্টেশন ডুবে যাওয়ায় ভোগান্তিতে লাখো মানুষ। বেজমেন্ট অ্যাপার্টমেন্টে আটকা পড়ে করুন মৃত্যু হয়েছে তিন নারীর।

৫০টি শহর-লোকালয়ে জারি করা হয়েছে ভূমিধসের সতর্কতা। গাছ উপড়ে বিচ্ছিন্ন বহু এলাকার যোগাযোগ ব্যবস্থা। পূর্বাভাস, আগামী কয়েকদিন বহাল থাকবে বৈরি আবহাওয়া।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply