মানুষকে শোষণ করার জন্যই এক রাতে তেলের দাম বাড়িয়েছে সরকার: কাজী ফিরোজ

|

সরকার মানুষকে শোষণ করার জন্যই এক রাতে তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর বাড্ডা থানা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিপিসির ফান্ডে জমা ৪৩ হাজার কোটি টাকা দিয়ে সরকার তেল কোম্পানি বা রিফাইনারি স্টেশন না করে পুরোটাই লুটপাট করেছে। বিশ্বের কোনো দেশে এভাবে তেলের দাম বাড়ানোর ইতিহাস নেই।

সরকারি আমলা ব্যবসায়ীদের সমালোচনা করে তিনি বলেন, দেশে লুটপাট চলছে। হাজার হাজার কোটি টাকা সুইজারল্যান্ডে পাচার হচ্ছে। আমলা ব্যবসায়ীরা অবৈধ টাকার পাহাড় গড়েছেন। এদের তালিকা প্রকাশেরও আহ্বান জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply