যে রেকর্ডে পোলার্ডই প্রথম

|

ছবি: সংগৃহীত

প্রথম ক্রিকেটার হিসেবে ৬০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার কীর্তি গড়লেন ওয়েস্ট ইন্ডিজ তারকা কাইরন পোলার্ড। মাইলফলকের এই ম্যাচটি স্মরণীয় করে রাখলেন একটি চার ও চারটি ছক্কায় ১১ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলে।

লর্ডসে চলমান দ্যা হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে লন্ডন স্পিরিটের হয়ে ম্যাচ খেলতে নেমে ৬০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলার গৌরব অর্জন করেন এই ক্যারিবিয়ান। ম্যাচে তার দল লন্ডন স্পিরিট জিতেছে ৫২ রানের বড় ব্যবধানে।

টি-টোয়েন্টিতে পোলার্ড ৬০০ ম্যাচ খেলে ৩১.৩৪ গড়ে করেছেন ১১ হাজার ৭শ ২৩ রান। সর্বোচ্চ স্কোর ১০৪। ১টি সেঞ্চুরির সাথে হাফ সেঞ্চুরি রয়েছে ৫৬টি। এছাড়া বল হাতে ৩০৯ উইকেটের মালিক এই অলরাউন্ডার। সর্বাধিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার তালিকায় পোলার্ডের পরে আছেন ৫৪৩ ম্যাচ খেলা তার আরেক সতীর্থ ডোয়াইন ব্রাভো।

আরও পড়ুন: সিকান্দার রাজাকে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় সমর্থকরা!

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply