এখনো নিয়ন্ত্রণে আসেনি কিউবার তেলের ডিপোর আগুন

|

ছবি: সংগৃহীত

চারদিন পার হলেও কমার লক্ষণ নেই কিউবা বন্দরের তেলের ডিপোতে ছড়ানো আগুন। সোমবার তৃতীয় ট্যাংকে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মেক্সিকো-ভেনেজুয়েলাসহ কয়েকটি দেশের সহায়তায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছিল। কিন্তু নতুনভাবে ট্যাংকে বিস্ফোরণে ফের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। দেখা দিয়েছে চতুর্থ ট্যাংকেও বিস্ফোরণের আশঙ্কা।

হিসাব অনুসারে, প্রত্যেক ট্যাংকে অন্তত ৩ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। দুর্ঘটনার পর এখনো নিখোঁজ কমপক্ষে ১৫ জন। এরই মধ্যে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে প্রশাসন। দূষণ এড়াতে বাসিন্দাদের ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক পড়ার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া বৃষ্টির পানি শরীরে না লাগানোর আহ্বানও স্বাস্থ্য বিভাগের।

গেল শুক্রবার মাতানজাস বন্দরে বজ্রপাত থেকে আগুন ধরে যায় একটি ট্যাংকারে। এক পর্যায়ে বিস্ফোরণ হলে আগুন ছড়িয়ে পড়ে গোটা জ্বালানি ডিপোতে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply