শুভ জন্মদিন ‘মহেশ বাবু’

|

তেলেগু অভিনেতা মহেষ বাবুর ৪৭তম জন্মদিন আজ।

তার নামটা বেশ খটমটে, ঘট্টামানেনি মহেশ বাবু। চলচ্চিত্রের পর্দায় যিনি মহেশ বাবু নামেই পরিচিত। ভারতে তো বটেই, জনপ্রিয় তেলেগু এ অভিনেতাকে চেনেন না, এমন দর্শক বাংলাদেশেও কমই আছে। আজ জনপ্রিয় এ তারকার ৪৭তম জন্মদিন।

ক্যারিয়ারের সূচনালগ্ন থেকেই জনপ্রিয়সব সিনেমা ভক্তদের উপহার দিয়েছেন মহেশ। গত দুই দশকে অভিনয় করেছেন ৬০টিরও বেশি সিনেমায়। পেয়েছেন আটটি নন্দী পুরস্কার এবং আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি পুরস্কার। জনপ্রিয় অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন সফল প্রযোজকও।

১৯৭৪ সালের ৯ আগস্ট জন্মগ্রহণ করেন মহেশ বাবু। বাবা কৃষ্ণ ঘট্টামানেনি অভিনেতা হওয়ার সুবাদে মাত্র চার বছর বয়সেই ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ পান মহেশ। ১৯৭৯ সালে ‘নিদ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবনের সূত্রপাত হয়। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘রাজাকুমারুডু’ চলচ্চিত্রে তিনি প্রথম নায়কের চরিত্রে অভিনয় করেন। আর এরপরের গল্পটা ইতিহাস।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply