জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

|

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের সাথে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাতের সময়ও রাখাইনে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান গুতেরেস। সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ মহাসচিবের মূখপাত্র। এক টুইট বার্তায়, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন মহাসচিব। সংকট সমাধানে জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে বলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেন মহাসচিব। সংকট সমাধানে দ্রুত আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বানও জানান গুতেরেস।

এর আগে নিউইয়র্কে স্থানীয় সময় সকাল নয়টায় বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বিশ্ব নেতাদের কাছে প্রশংসিত হয়েছে বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যূ নিয়ে ওআইসিকে মিয়ানমারের ওপর চাপ দেয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান শেখ হাসিনা। পরে সমসাময়িক রাজনীতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। বিএনপির সাথে কোন ধরনের আলোচনা হবে না বলেও জানান তিনি।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply