কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট গেরিলা নেতা গুস্তাভো পেত্রো

|

কলম্বিয়ায় নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সাবেক গেরিলা নেতা গুস্তাভো পেত্রো। দায়িত্ব নিয়েই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি অস্ত্র জমা দেয়ার আহ্বান জানান তিনি।

রোববার (৭ জুলাই) তার অভিষেক আয়োজনে যোগ দেন লাতিন আমেরিকার নয়টি দেশের প্রেসিডেন্ট। উপস্থিত ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। প্রেসিডেন্ট হিসেবে দেয়া ভাষণে দেশকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেন পেত্রো। ঘোষণা দেন, বিদ্রোহী ও অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াইয়ের। বৈষম্য আর অন্যায় দূর করার প্রত্যয় জানান তিনি। জলবায়ু পরিবর্তন নিয়েও কাজ করবেন বলে ঘোষণা দেন পেত্রো। কলম্বিয়ার এম নাইনটিন গেরিলা দলের সাবেক সদস্য পেত্রো। দেশটির প্রথম বামপন্থী রাষ্ট্রনেতা তিনি।

কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ভাষণে বলেন, মানুষে মানুষে বিভেদ দূর করতে কাজ করবো। দুটি বিচ্ছিন্ন অঞ্চল, বিচ্ছিন্ন সমাজ চাই না। শক্তিশালী ও ঐক্যবদ্ধ কলম্বিয়া গড়ে তুলতে চাই। বেআইনি অস্ত্রধারীদের অস্ত্র জমা দেয়ার আহ্বান জানাই। যাতে সংঘাত দূর হয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা হয়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply