শুধু এক যাত্রীকে ধর্ষণ নয়, ডাকাতরা একাধিক নারীর শ্লীলতাহানি করেছে: র‍্যাব

|

ব্রিফিংয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতরা শুধু এক যাত্রীকে ধর্ষণ নয়, বরং একাধিক নারীকে শ্লীলতাহানি করেছে ডাকাতরা। এ তথ্য জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সোমবার (৮ আগস্ট) দুপুরে কারওয়ান বাজারে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। বলেন, ধর্ষণ ও ডাকাতির মূল পরিকল্পনাকারী রতন হোসেনসহ ডাকাত চক্রের ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, রতন হোসেন ডাকাতির মূল পরিকল্পনাকারী; সে পেশায় গাড়ীর হেলপার। তার বিরুদ্ধে আগেও ডাকাতির অভিযোগ রয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র‍্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার নেতৃত্বে র‍্যাব-১২ ও র‍্যাব-১৪’র আভিযানিক দল ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সাভারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল (৭ আগস্ট) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ডাকাত চক্রের ১০ জনকে ধরতে সক্ষম হয়।

প্রসঙ্গত, ২ আগস্ট রাতে কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী ঈগল এক্সপ্রেসে ডাকাতির সময় এক যাত্রীকে ধর্ষণ ও একাধিক নারী যাত্রীদের যৌন হয়রানি করা হয়।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply