ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৩, নরেন্দ্র মোদির শোক প্রকাশ

|

ছবি: সংগৃহীত।

ভারতের রাজস্থানের একটি মন্দিরে পদদলিত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে জয়পুর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সোমবার (৮ আগস্ট) স্থানীয় সময় ভোরে খাতু শ্যাম জি মন্দিরে এ ঘটনা ঘটে। এই দিনটিতে খাতু শ্যাম জির দর্শনকে শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মে। এ উপলক্ষ্যে ভোর থেকে হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হন মন্দিরে। তবে এ সময় মন্দিরের প্রবেশদ্বারে দর্শনার্থীদের হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়ে তিন নারীর মৃত্যু হয়। এ সময় আহত হন বেশ কয়েকজন।

এরই মধ্যে নিহতদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ঘটনায় ভুক্তভোগীদের সব ধরনের সহায়তা করার আশ্বাসও দেন তিনি। নিরাপত্তার জন্য মন্দিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply