এবার হোয়াইটওয়াশের শঙ্কায় টাইগাররা

|

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক বছরগুলোতে জিম্বাবুয়েকে একরকম বলে-কয়েই হারাতো বাংলাদেশ। অথচ এবার জিম্বাবুয়ে সফরে খুবই নাজেহাল অবস্থায় পড়েছে টাইগাররা। ওয়ানডে ক্রিকেটে উড়তে থাকা বাংলাদেশকে যেন টেনে মাটিতে নামিয়েছে জিম্বাবুয়ে। সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে দলটি।

এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। রোববার দ্বিতীয় ওয়ানডেতে পরাজয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও হাতছাড়া করে টাইগাররা।

প্রথম ম্যাচে ৩০৩ রান করেও হার এড়াতে পারেনি তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৯০ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে সিকান্দার রাজা ও রেজিস চাকাভার জোড়া সেঞ্চুরিতে ভর করে ১৫ বল আগেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিক জিম্বাবুয়ে।

আগামী বুধবার (১০ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সেই ম্যাচে হার এড়াতে না পারলে হোয়াইটওয়াশ হবে টাইগাররা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply