বাংলাদেশিসহ ১৯ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

|

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ার ক্যাম্পে আটক বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীর মধ্যে ১৯ হাজার ২৩৪ জনকে সাজা শেষে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। এর মধ্যে বাংলাদেশি নাগরিক ১ হাজার ৩৩৪ জন।

চলতি বছরের ৭ আগস্ট পর্যন্ত এদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৩৮৬ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ২ হাজার ২০০ জন মিয়ানমারের, ১ হাজার ৫০০ জন ভিয়েতনামের ১ হাজার ২০০ জন থাইল্যান্ডের নাগরিক।

রোববার (৭ আগস্ট) একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি খায়রুল দাজায়মি দাউদ এ তথ্য জানিয়েছেন।

খায়রুল দাজায়মি দাউদ আরও জানান, প্রত্যাবাসন চুক্তির নথি সম্পূর্ণ করার জন্য এখনও ১৫ হাজার ৫৩৪ জন অবৈধ অভিবাসী সারাদেশে ইমিগ্রেশন ডিপোগুলোতে আটক রয়েছেন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply