বাইকের তেল বাঁচানোর কিছু জাদুকরী টিপস জেনে নিন

|

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্য প্রতি নিয়তই বেড়ে চলেছে। সেজন্য মোটরসাইকেল কেনার আগেই মাথায় আসে তেল সাশ্রয়ের বিষয়টি। একটি বাইক নিজে যেমন তেল সাশ্রয়ী হতে পারে, তেমনি কিছু পদ্ধতি অবলম্বন করে বাইককে আরও তেল সাশ্রয়ী করে তোলা সম্ভব। চলুন কিছু টিপস জেনে নেয়া যাক-

• বড়জোর ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে বাইক চালাবেন।
• টায়ারের পাম্প নির্দেশনা মত রাখুন। টায়ারে বাতাস কম থাকলে জ্বালানি খরচ অনেক বেড়ে যাবে।
• বাইকের চেইনের টান টান ভাব যেন ঠিক থাকে। অতিরিক্ত ঢিলা চেইন পেট্রোল খরচ বাড়িয়ে দেয়।
• মোটরসাইকেল চালানোর অবস্থায় বেশিসময় ক্লাচ চেপে রাখবেন না।
• অনেকক্ষণ ধরে লো গিয়ারে মোটরসাইকেল চালালে জ্বালানি খরচ বাড়বে। টপ গিয়ারে চালালে জ্বালানি খরচ কম হয়।
• সরাসরি রোদে মোটরসাইকেল রাখলে জ্বালানি বাষ্প আকারে উড়ে যেতে পারে।
• বাইক চালানোর সময় ব্রেক হালকা করে চেপে রাখবেন না।
• ইঞ্জিন স্টার্ট থাকা অবস্থায় অথবা বাইক দাঁড়িয়ে থাকা অবস্থায় অযথা থ্রটল ঘুরাবেন না।
• বেশি সময়ের জন্য কোথাও দাঁড়াতে হলে অথবা যানজটে আটকে গেলে বাইকের ইঞ্জিন বন্ধ রাখুন।
• বাইক চালানোর সময় যেদিকে এয়ার ফিল্টার আছে, সেদিকটা খোলা রাখুন।
• ইঞ্জিন চালু অবস্থায় ঢেকে রাখবেন না, ইঞ্জিন অতিরিক্ত গরম হলে জ্বালানি খরচ বাড়বে।
তথ্যসূত্র: আজতাক
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply