ইউক্রেনকে ১ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে আরও ১০০ কোটি ডলারের নিরাপত্তা প্যাকেজের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।

ইউএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এই প্যাকেজের আওতায় ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং মেডিকেল সুবিধাসংবলিত সাঁজোয়া যান সরবরাহ করা হবে। এখন পর্যন্ত ইউক্রেনকে যে পরিমাণ সামরিক সহায়তা দেয়া হয়েছে এটাই তার মধ্যে সবচেয়ে বড় প্যাকেজ।

পরবর্তী অস্ত্র প্যাকেজে প্রেসিডেন্ট জো বাইডেন এখনও অনুমোদন দেননি। তিনি এতে স্বাক্ষরের আগে এর বিষয়বস্তুতে কিছু পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত মাসের শেষের দিকে ইউক্রেনকে ২৭ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যে উন্নত প্রযুক্তির ড্রোনও রয়েছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply