তীব্র গরমে পুড়ছে ইতালি, বিভিন্ন স্থানে রেড অ্যালার্ট

|

ছবি: সংগৃহীত

তীব্র দাবদাহে বিপর্যস্ত ইতালির জনজীবন। শুক্রবার (৫ আগস্ট) সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয় দেশটিতে।

গেল ২’শ বছরের মধ্যে এটিই দেশটির সবচেয়ে শুষ্কতম বছর বলে জানিয়েছে ন্যাশনাল রিসার্চ কাউন্সিল। দাবদাহে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চল। অঞ্চলটির নদীর পানি কমে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকাজ।

দেশটির আবহাওয়া দফতরের হিসাব অনুযায়ী, গত বছরের তুলনায় বৃষ্টিপাত কমেছে প্রায় ৪৬ শতাংশ। শুক্রবার, ১৬ শহরে দাবদাহের সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। পানিশূন্যতা এবং হিটস্ট্রোক এড়াতে পর্যাপ্ত তরল পানের পরামর্শ দেয়া হয়েছে।

আরও পড়ুন: চীনের বিরুদ্ধে তাইওয়ান ভূখণ্ডে সামরিক মহড়া চালানোর অভিযোগ

এমন পরিস্থিতিতে বয়স্কদের বাড়ি বাড়ি গিয়ে খাবার সরবরাহ করছেন স্বেচ্ছাসেবীরা। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর শঙ্কা জানিয়েছে আবহাওয়া দফতর।

সূত্র: রয়টার্স।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply