হিরোশিমা হামলার ৭৭ বছর পূর্তি

|

ছবি: সংগৃহীত

পরমাণু শক্তি জোরদারে বিশ্বব্যাপী তোড়জোড়ের মাঝেই পালিত হল হিরোশিমা দিবস। শনিবার (৬ আগস্ট) ৭৭ বছর পূর্ণ হলো হিরোশিমার গণবিধ্বংসী পারমাণবিক হামলার। খবর রয়টার্সের।

প্রতি বছরের মতো এবারও পিস পার্কে হিরোশিমা দিবস পালন করেছে জাপান। শ্রদ্ধাভরে স্মরণ করা হয় মর্মান্তিক ওই হামলায় নিহতদের। স্মরণ সভায় অংশ নেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এদিন বিশ্ববাসীর প্রতি পরমাণু অস্ত্রের ব্যবহার বন্ধের আহ্বান জানান তিনি। পিস পার্কে হিরোশিমা দিবসের বর্ষপূর্তিতে যোগ দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রুশ-ইউক্রেন সংঘাতের জেরে এ বছর বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে এ দিবসটিকে। এর জেরে বিশ্বে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে বলে শঙ্কা জানান মহাসচিব।

১৯৪৫ সালের ৬ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলায় কেঁপে ওঠে হিরোশিমা। ধারণা করা হয়, হিরোশিমা শহরের ১ লাখ ৪০ হাজার মানুষ কেবল বোমার বিস্ফোরণেই মারা যায়। পরবর্তীতে বোমার তেজস্ক্রিয়তার শিকার হয়ে আরও বহু মানুষ প্রাণ হারান।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply