ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথম ৮ হাজারি ক্লাবে তামিম

|

তামিম ইকবাল। ফাইল ছবি।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথম আট হাজার রান পূর্ণ করলেন ওপেনার তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৬২ রানের ইনিংস খেলার পথে এই রেকর্ড স্পর্শ করেন মি. খান।

জিম্বাবুয়ের সাথে এই ম্যাচে নামার আগে ২২৮ ম্যাচে তামিমের রান ছিল ৭৯৪৩। আজকে ৬২ রানের ইনিংসে ফলে তামিমের রান এখন ৮০০৫। ২২৯ ম্যাচে ৩৭.০৬ অ্যাভারেজে রান করেছেন তিনি। ১৪টি সেঞ্চুরির পাশাপাশি আছে ৫৪টি হাফ সেঞ্চুরি। এর আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে প্রথম ৭ হাজারি ক্লাবেও পদার্পণ করেছেন তামিম।

তামিমের পর বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ২২১ ওয়ানডেতে ৩৭.৭৩ অ্যাভারেজে ৬৭৫৫ রান সাকিবের। যেখানে ৯টি সেঞ্চুরির পাশাপাশি আছে ৫০টি হাফ সেঞ্চুরির মার। সাকিবের পর বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের। আজকের ম্যাচের আগ পর্যন্ত ২৩৩ ওয়ানডেতে ৩৬.৭৯ অ্যাভারেজে ৬৬৯৭ রান মুশফিকের। যেখানে ৮টি সেঞ্চুরির পাশাপাশি ৪১টি হাফ সেঞ্চুরি করেছেন মুশফিক।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply