মাটিতে পুঁতে ফেলা নবজাতক শিশুকন্যাকে জীবিত উদ্ধার!

|

ছবি: প্রতীকী

হঠাৎই শুনতে পেলেন শিশুর কান্নার আওয়াজ। এদিক ওদিক তাকাতেই এক কৃষক দেখলেন মাটি থেকে সদ্যোজাত শিশুর হাত বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে হাত দিয়ে মাটি খুঁড়ে সেই কন্যাশিশুকে উদ্ধার করেন তিনি! ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, মাটিতে পুঁতে দেয়া ওই সদ্যোজাত শিশুকন্যাকে তৎক্ষণাৎ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান ওই কৃষক। কৃষকের অভিযোগ, সদ্যোজাত শিশুকন্যাকে মাটিতে জ্যান্ত পুঁতে দেয়া হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, ওই শিশুটির শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা গিয়েছে। মাটির মধ্যে আটকে থাকার কারণেই শ্বাসকষ্টের সমস্যা বলে মনে করছেন চিকিৎসকরা। শিশুটিকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। শিশুটির বাবা-মার খোঁজে তল্লাশি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তার বাবা-মায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply