সাতক্ষীরার মাছ বাজারে অস্থিরতা

|

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে প্রতিদিন গড়ে ৮০ টন মাছ বিক্রি হয়। তবে এখন মাছের সরবরাহ কমার পাশাপাশি দাম বেড়েছে। এতে বেচাবিক্রি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষরা।

সুলতানপুর মাছ বাজারে বর্তমানে রুই, কাতলা, মৃগেল, ভেটকি, তেলাপিয়া ও টেংরাসহ সবধরনের মাছের দামই ঊর্ধ্বমুখী। সবচেয়ে চড়া বাগদা চিংড়ির বাজার। কেজিতে ২০০ টাকা বেড়েছে বাগদা চিংড়ির দাম।

অন্যান্য মাছের চেয়ে বাজারে এখন ইলিশের সরবরাহই বেশি। তবে মাইকিং করে মাছ বিক্রি করা হলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। আকার ভেদে ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত।

এদিকে, মাছের বাজারে অস্থিরতা বাড়ায় বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। সাতক্ষীরার মৎস্য ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আমিনুর রহমান বলেন, বৃষ্টি না হওয়ায় ঘের-পুুকুরে পানি নেই। ফলে পানির অভাবে এখন মাছের চাষাবাদ ব্যাহত হচ্ছে, উৎপাদনও কমেছে। তাই মাছের দামও ঊর্ধ্বমুখী। তবে আগামী ২-৩ মাসের মধ্যে বাজারে মাছের সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা ব্যবসায়ীদের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply