ফুটবল বিশ্বকাপের শতবর্ষে যৌথ আয়োজক হতে চায় আর্জেন্টিনা

|

ফুটবল বিশ্বকাপের শতবর্ষ পূর্ণ হবে ২০৩০ সালে। ওই বছর বসবে বিশ্বকাপের ২৪ তম আসর। সেই আসরের যৌথ আয়োজক হতে চায় আর্জেন্টিনা। উরুগুয়ে, চিলি ও প্যারাগুয়ের সঙ্গে বিশ্বকাপ আয়োজনের জন্য বিড জমা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

এর আগে ১৯৭৮ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ আয়োজন করে। নেদারল্যান্ডসকে হারিয়ে সেবার প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে আয়োজক দেশটি।

এদিকে, উরুগুইয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইগনাসিও আলোনসো বলেছেন, ১০০ বছর পর সেখানেই বিশ্বকাপের আয়োজন হওয়া উচিত, যেখানে শুরু হয়েছিল।

১৯৩০ সালে উরুগুয়েতে বসেছিল ফিফা ওয়ার্ল্ডকাপের প্রথম আসর। সেবার আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিক দল।

অন্যদিকে শতবর্ষে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় স্পেন, পর্তুগালও। স্পেন ১৯৮২ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল। আর ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ এখনও আয়োজক হতে পারেনি ফুটবল বিশ্বকাপের।

ল্যাতিন আমেরিকায় নাকি ইউরোপে হবে ফুটবলের এ মহাযজ্ঞ, তা জানা যাবে ২০২৪ সালে। এর আগেই আয়োজক দেশগুলোকে নিতে হবে পূর্ণাঙ্গ প্রস্তুতি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply