তাইওয়ানে মার্কিন স্পিকারের সফর উসকানিমূলক: রাশিয়া

|

তাইওয়ানে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে ‘স্পষ্ট উসকানিমূলক’ বলে উল্লেখ করেছে রাশিয়া। চীনের মিত্র দেশটি বলেছে, নিজ সার্বভৌমত্ব ও আঞ্চলিক ঐক্য অটুট রাখার সম্পূর্ণ অধিকার রয়েছে বেইজিংয়ের। খবর এপি’র।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারভ বলেন, পূর্ব ঘোষণা ছাড়া গোপনে মার্কিন স্পিকারের তাইওয়ান সফর পুরোপুরি উসকানিমূলক। চীনের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগের জন্যেই এটা যুক্তরাষ্ট্রের কারসাজি। সেক্ষেত্রে বলবো, নিজ সার্বভৌমত্ব রক্ষার পূর্ণ অধিকার রয়েছে চীনের। প্রণালীতে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখতে তারা চালাতে পারে অভিযান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply