সংবাদ যেনো দুর্নীতিবাজদের পক্ষে না যায়: দুদক চেয়ারম্যান

|

সাংবাদিকদের সারথে মত বিনিময়কালে দুর্নীতি দমন কমিশন- (দুদক) এর চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

সংবাদ যেনো দুর্নীতিবাজদের পক্ষে না যায় সে বিষয়টি খেয়াল রাখতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন- দুদক এর চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে সেগুনবাগিচায় সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এ অনুরোধ রাখেন।

সাংবাদিকদের উদ্দেশে মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, আপনারা সত্য সংবাদ নির্মোহভাবে তুলে ধরুন। তবে দেশ ও জাতির ক্ষতি হয় এমন কিছু না লেখার অনুরোধ। যেকোনো কিছু লেখার আগে তথ্য যাচাই-বাছাই করে তারপর লিখুন, যাতে কোনো সংবাদ যেনো দেশ ও সাধারণের ক্ষতির কারণ না হয়।

তিনি আরও বলেন, নিউজ করার আগে ভাববেন এটা জাতির জন্য কতটা কল্যাণকর, নিউজটা যেনো দুর্নীতিবাজদের পক্ষে না যায়। এজন্য সবাইকে খেয়াল রাখার আহবান জানান তিনি।

এ সময় দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান, জহুরুল হক ও দুদক সচিব মো. মাহবুব হোসেন, র‍্যাকের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক তাওহীদ সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply