পুঁজিবাজার স্বাভাবিক করতে এসএমই মার্কেট বন্ধের দাবি বিনিয়োগকারীদের

|

পুঁজিবাজার স্বাভাবিক করতে এসএমই মার্কেট বন্ধ করার দাবি জানিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। একই সাথে নতুন আইপিও বন্ধের দাবিও জানান তারা।

সোমবার (১ আগস্ট) সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান বিনিয়োগকারীরা। তারা বলেন, এসএমই মার্কেটের নামে পুঁজিবাজারে আলাদা প্লাটফর্ম গড়ে তোলা হয়েছে। এটি সার্বিক পুঁজিবাজারকে ক্ষতিগ্রস্ত করছে। চাহিদা না থাকলেও একের পর এক নতুন আইপিও দেয়া হচ্ছে। এর ফলে তারল্য সংকট তৈরি হচ্ছে।

আর তাই পুঁজিবাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন আইপিও না দেয়ার দাবি জানিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। স্বল্প মূলধনী কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ানোর পাশাপাশি পোর্টফোলিও ম্যানেজমেন্ট থেকে মার্চেন্ট ব্যাংককে বাদ এবং ডিলার অ্যাকাউন্ট তদারকির দাবি বিনিয়োগকারীদের।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply