মেক্সিকোতে পরিত্যক্ত ট্রাক থেকে ৯৪ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

|

ছবি: সংগৃহীত

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ভেরাক্রুজ প্রদেশে একটি পরিত্যক্ত ট্রাক থেকে ৯৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। বুধবার তাদের উদ্ধার করে দেশটির নিরাপত্তা বাহিনী। খবর আরব নিউজের।

নিরাপত্তা বাহিনী জানায়, ট্রাকটিতে প্রায় ৪শ’ অভিবাসনপ্রত্যাশী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর চেষ্টা করছিলেন। পথিমধ্যে একটি টোল বুথের আগে ট্রাকটি ফেলে পালিয়ে যায় চালক এবং পাচারকারী। ভেতরে বিপুল সংখ্যক মানুষ থাকায় এক পর্যায়ে সেখানে অক্সিজেন সংকট দেখা দেয়। প্রাণ বাঁচাতে ট্রাকের ছাদ ভেঙে পালিয়ে যান অনেকে। পরবর্তীতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আটকে পড়া ৯৪ জনকে উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃতদের মধ্যে ভারত, নেপালসহ গুয়েতেমালা, হন্ডুরাস, সালভাদরের নাগরিক রয়েছেন। পালিয়ে যাওয়া পাচারকারী এবং অভিবাসনপ্রত্যাশীদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: আগুন নিয়ে খেললে সেই আগুনেই পুড়তে হবে, ফোনালাপে চীনা প্রেসিডেন্টের হুঁশিয়ারি
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply