অনলাইনে চালু হলো প্রাথমিকের শিক্ষক বদলি কার্যক্রম

|

প্রথমবারের মতো অনলাইন আবেদন যাচাই করে প্রাথমিক শিক্ষক বদলির কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বুধবার (২৭ জুলাই) দুপুরে সচিবালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। জানিয়েছেন, বদলিকে ঘিরে নানা অনিয়ম ও শিক্ষকদের হয়রানির শিকার হতে হয়। এছাড়াও বদলির জন্য শিক্ষকদেরকে বিভিন্ন অফিসে ছোটাছুটি করতে হয়। এতে করে শিক্ষার্থীদের পাঠদানেও বিঘ্ন ঘটে। তাই অনলাইনে বদলি কার্যক্রমের এই উদ্যোগ নেয়া হয়েছে। উদ্বোধনী দিনে ২৬ জনের অনলাইন আবেদন যাচাই করে ২৪ জনকে বদলি করা হয়েছে। এই পাইলট কার্যক্রম আরো যাচাই-বাছাই করে আগামী আগস্ট থেকে দেশজুড়ে শুরু হবে বলে জানান প্রতিমন্ত্রী।

আপাতত ঢাকাসহ ১১ মহানগরে অনলাইনে বদলির আবেদন গ্রহণ করা হবে না বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply