সুচি ও সেনাপ্রধান গণআদালতে দোষী সাব্যস্ত

|

রাখাইনে রোহিঙ্গা নির্যাতন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মালয়েশিয়ায় আন্তর্জাতিক গণআদালতে দোষী সাব্যস্ত হয়েছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি ও সেনাপ্রধান মিন অং লাইংসহ মিয়ানমারের বেশ কয়েকজন কর্মকর্তা।

মালয়েশিয়ায় গঠিত এই আন্তর্জাতিক গণ আদালতের রায়ে বলা হয়, সুচি, তার সেনাপ্রধান জেনারেল লায়িং এবং দেশটির শীর্ষ সেনা কর্মকর্তারা রোহিঙ্গা নির্যাতন, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত।

শুনানিতে মানবাধিকার এবং মানবতাবিরোধী অপরাধ বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞু এবং বিশ্লেষকরা অংশ নেন। এসময় রাখাইন রাজ্যে অবিলম্বে সেনা নির্যাতন বন্ধসহ, সকল রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানানো হয়।

গত ২৫ আগস্ট রাখাইনে বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার জেরে সেখানে সহিংস অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশ। এতে হাজারও রোহিঙ্গার মৃত্যুর খবর পাওয়া গেছে। সহিংস অভিযানের কারণে বাংলাদেশে পালিয়ে এসেছে সোয়া চার লাখ রোহিঙ্গা।

যমুনা অনলাইন/এফকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply