হলুদ তরমুজ!

|

বাজারে দেখা মেলে সবুজ কিংবা গাঢ় সবুজ বর্ণের তরমুজ। কিন্তু এবার একেবারেই ভিন্ন রঙের তরমুজ চাষ হয়েছে চুয়াডাঙ্গায়। হলুদ জাতের ব্যতিক্রমী এ ফলের বীজ এসেছে তাইওয়ান থেকে। প্রাথমিকভাবে কয়েকটি গ্রামে এ বীজ রোপন করে চাষিরা ফলনও পেয়েছেন বেশ ভালোই। নতুন জাতের এ তরমুজের দামেও সন্তুষ্ট তারা।

অনেকের কাছেই অপরিচিত। রঙ দেখে অনেকে আগ্রহীও হচ্ছেন। অবাকও হচ্ছেন, যখন শুনছেন এটি তরমুজ। সাধারণত মৌসুমি এ ফল হয় সবুজ রঙের। কিন্তু চুয়াডাঙ্গার বেশ কয়েকটি গ্রামে এবার চাষ হয়েছে গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ। যার রঙ পুরোপুরি হলুদ। নতুন এ জাতের ফলনও হয়েছে বেশ।

চাষিরা বলছেন, শুরুতে ঝুঁকি ছিল। কারণ আগে তারা বোনেননি এমন তরমুজ। তবে, ভালো ফলনের পর দামও মনমতো পাওয়ায় খুশি তারা। মনপ্রতি বিক্রি হচ্ছে ২৮শ’ থেকে ৩৫শ’ টাকা পর্যন্ত।

তাইওয়ান থেকে আনা বীজের পরীক্ষামূলক আবাদ হয়েছে বেশ সফলভাবেই। এ জাত রোপনে আগামী বছর সহায়তা করবে কৃষি বিভাগ, এমনটা জানালেন কর্মকর্তারা।

 

চাষিরা জানান, বীজ বপনেন দুই মাসের মাথায় ফল বিক্রির উপযোগি হয়। প্রতি বিঘা জমিতে উৎপাদন খরচ ৩০ থেকে ৩৫ হাজার। যা বিক্রি হয় লাখ টাকারও বেশিতে।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply