চাঁদা না দেয়ায় অধ্যক্ষের কক্ষ ভাঙচুর!

|

চাঁদা না দেয়ায় রাজশাহী কলেজ অধ্যক্ষের কক্ষ ভাঙচুর করেছে ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩১মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ছাত্রমৈত্রীর রাজশাহী কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দুপুরে অধ্যক্ষের অনুপস্থিতিতে ভাঙচুরের এ ঘটনা ঘটে। এ নিয়ে কলেজে চরম উত্তেজনা দেখা দেয়।

রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান জানান, ছাত্রমৈত্রী নেতা জামিল আক্তার রতনের ৩০তম মৃত্যুবার্ষিকী পালনের জন্য বুধবার কয়েকজন নেতাকর্মী তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। দিতে অস্বীকার করায় তারা ক্ষুব্ধ হয়ে চলে যায়।

বৃহস্পতিবার দুপুরে ছাত্রমৈত্রী নেতা রায়হান ও জুয়েলের নেতৃত্বে ১৫-২০জন এসে অধ্যক্ষের কক্ষে ভাঙচুর চালায়। বিভিন্ন ক্রেস্ট, আলমারির কাঁচ, টেবিল-চেয়ার ভাঙচুর করে তারা।

অধ্যক্ষ জানান, এ ব্যাপারে শিক্ষকদের সাথে জরুরি মিটিং করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে জড়িতদের নামে থানায় মামলা করার।

যমুনা অনলাইন: আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply