ছেলের বন্ধুর হাতে ব্যাংক কর্মকর্তা খুন

|

২৯ লাখ টাকা লুট করতে ছেলের ৩ বন্ধুই খুন করেছে চট্টগ্রামের ব্যাংক কর্মকর্তা সজল নন্দীকে। গ্রেফতারের পর পিবিআইয়ের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন প্রতীক মজুমদার, জয় এবং জিকু বড়ুয়া। এরা তিনজনই নিহত সজলের ছেলের বন্ধু।

এর আগে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ৩ জনকে গ্রেফতার করে পিবিআই। এর মধ্যে প্রতীক নবম শ্রেণীর ছাত্র, জয় সদ্য এসএসসি পাশ করা এবং জিকু এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

পিবিআই কর্মকর্তারা জানান, সজল নন্দী ব্যাংক থেকে ২৯ লাখ টাকা লোন পেয়েছিলেন। সজলের ছেলের কাছে বিষয়টি জানার পর প্রতীক তার দুই বন্ধুকে নিয়ে সেই টাকা লুট করতে গিয়ে হত্যাকাণ্ড ঘটায়। তবে সজলের ছেলে হত্যা পরিকল্পনার কথা জানতো না। গেলো রোববার সল্টগোলার বাসায় রূপালী ব্যাংক কর্মকর্তা সজল নন্দী খুন হন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply