জেএসসি-জেডিসিতে বিষয় ও নম্বর কমলো

|

জেএসসি ও জেডিসি পর্যায়ে বাংলা ও ইংরেজিতে দ্বিতীয় পত্র থাকবে না। তাই নম্বর কমবে ৫০ করে। যা চলতি শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী জেএসসিতে এখন মোট সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা হবে। বর্তমানে চতুর্থ বিষয়সহ ১০টি বিষয়ে মোট ৮৫০ নম্বরের পরীক্ষা হয়। অন্যদিকে জেডিসিতেও ২০০ নম্বর কমিয়ে ৮৫০ নম্বর করা হয়েছে।

অষ্টম শ্রেণীর পরীক্ষা পদ্ধতি বিষয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষাসচিব সোহরাব হোসেন এ তথ্য জানান।

তিনি আরও জানান, পাবলিক পরীক্ষায় চতুর্থ বিষয় বলে আর কিছু থাকবে না। তবে স্কুল পর্যায়ে এর মূল্যায়ন হবে। পাবলিক পরীক্ষায় ঐচ্ছিক বিষয় না থাকায় কমে যাবে আরও ১০০ নম্বর।

আপাতত এমসিকিউ থাকছে জানিয়ে শিক্ষাসচিব বলেন, ভবিষ্যতে এটা তুলে দিয়ে সংক্ষিপ্ত উত্তর দেয়ার ব্যবস্থা রাখার চিন্তাভাবনা চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply