সামরিক সরঞ্জাম কিনতে ইউক্রেনকে আরও ৫০৭ মিলিয়ন ডলার দিচ্ছে ইইউ

|

ছবি: সংগৃহীত।

ইউক্রেনকে আরও ৫০৭ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার (১৮ জুলাই) জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক টি প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক সরঞ্জাম ক্রয়ে ব্যয় করা হবে ইউরোপীয় ইউনিয়নের পাঠানো এ অর্থ।

এদিকে, ইউক্রেনের বিভিন্ন অংশে এখনও অব্যাহত আছে রুশ আগ্রাসন। সামিতে টানা দেড় শতাধিক গোলাবর্ষণ করেছে পুতিন বাহিনী। ওডেসায় সামরিক স্থাপনা ও আবাসিক এলাকায় ছোড়া হয়েছে বেশ কয়েকটি মিসাইল।

মাইকোলাইভেও চলছে হামলা। দোনেৎস্কের উত্তরে আভদিভকা শহরে প্রবেশের ব্যর্থ চেষ্টা চালিয়েছে রুশ বাহিনী এমনটা দাবি করেছে ইউক্রেন। এই অভিযানে শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি কিয়েভের। তবে হতাহতের সংখ্যা জানায়নি কোনো পক্ষ। পূর্বাঞ্চলে ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্কের দখল নিতেও হামলা জোরদার করেছে রুশ বাহিনী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply