এখনও রোহিঙ্গাদের ওপর বর্বরতা চালাচ্ছে মিয়ানমার

|

বিশ্ব সম্প্রদায়ের অব্যাহত চাপ উপেক্ষা করে এখনও, রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বরতা চালিয়ে যাচ্ছে মিয়ানমার সরকার। মঙ্গলবার, বিশ্বব্যাপী ধর্মচর্চার স্বাধীনতার ওপর মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে এ কথা বলা হয়।

হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে বলা হয়, ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীটি নিধনে পরিকল্পিতভাবে বর্বরতা চালানো হচ্ছে। রোহিঙ্গা গণহত্যা ও সেনা নিপীড়নের ঘটনায়, গেল নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনে ট্রাম্প প্রশাসন। সেসময় নেইপিদো’র ওপর নিষেধাজ্ঞাও আরোপ করে ওয়াশিংটন। কিন্তু গেল সাত মাসে পরিস্থিতি পাল্টায়নি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

বিশ্বব্যাপী ধর্মচর্চার স্বাধীনতা বিষয়ক মার্কিন দূত স্যাম ব্রাউনব্যাক বলেন, “সম্প্রতি বাংলাদেশের কয়েকটি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছি আমি। রাখাইনে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলে যে অভিযান শুরু হয়েছিল, তা এখনও বহাল আছে। বরং এখন নতুন করে কাচিন প্রদেশে খ্রিস্টান সংখ্যালঘুদের ওপর আক্রমণ শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী। মিয়ানমারে সংখ্যালঘুদের ওপর এ বর্বরতা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের কোনো বিকল্প নেই।”


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply