টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

উইন্ডিজ সফরে টেস্ট ও টি-টুয়েন্টির হতাশা ভুলে যাওয়ার মিশনে নেমেছে বাংলাদেশ। তবে বৃষ্টির বাধায় প্রথম ওয়ানডেতে পুরো ম্যাচ পাচ্ছে না টাইগাররা। কার্টেল ওভারের ম্যাচটি হবে ৪১ ওভারে। টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার দলপতি তামিম ইকবাল। শেষ খবর পাওয়া পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ১১.৪ ওভারে ২ ইউকেট হারিয়ে ৩২ রান।

প্রোভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও মাঠ ভেজা থাকায় দেরিতে টস হয়। অবশেষে বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় ম্যাচ শুরুর সময় নির্ধারণ করা হয়। ম্যাচটি দেরিতে শুরু হওয়ার কারণে কমিয়ে দেয়া হয়েছে ওভার।

একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার করতে পারবেন। ৪ জন বোলার করতে পারবেন ৮ ওভার করে। প্রথম পাওয়ার প্লের খেলা হবে ১-৮ ওভার। দ্বিতীয়টি ৯-৩৩ এবং তৃতীয় ও শেষ পাওয়ার প্নেটি হবে ৩৪-৪১ ওভার পর্যন্ত।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাশ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, শামরাহ ব্রুকস, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, এন্ডারসন ফিলিপ, জেইডেন সেলেস, গুডাকেশ মটিই।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply