‘ওই রাতটি সত্যি কঠিন ছিল, কিন্তু আমি ফাইটার’

|

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলেতে নেমে চোটের কবলে পড়েন মোহাম্মদ সালাহ। বিশ্বকাপের মূল পর্বে নামার আগে এমন চোট লিভারপুল তারকাকে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দেয়।

কিন্তু ১৯৯০ সালের পর প্রথম বারের মতো বিশ্বকাপে মিশরকে নিয়ে আসা এই ফরোয়ার্ড রাশিয়ায় ফিরতে বেশ ‘আত্মবিশ্বাসী’।

শনিবার রাতে ইউরোপ সেরার লড়াইয়ে প্রথমার্ধে প্রতিপক্ষ দলের অধিনায়ক সার্জিও রামোসের সঙ্গে বল নিয়ন্ত্রণের সময় সংঘর্ষে মাটিতে লুটিয়ে পড়েন ২৫ বছর বয়সী এই তারকা। এতে কাঁধের চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ‘মিশরের মেসি’ খ্যাত এই তারকাকে। দলের সেরা তারকাকে হারিয়ে পিছিয়ে পড়ে লিভারপুল। আর সেই সুযোগে ৩-১ গোলে জিতে ম্যাচটি জিতে নেয় জিনেদিন জিদানের শিষ্যরা।

এক টুইট বার্তায় সালাহ বলেছেন, ‘ওই রাতটি ছিলো সত্যি কঠিন কিন্তু আমি একজন ফাইটার। আমি আত্মবিশ্বাসী যে রাশিয়াতে আমি আপনাদের গর্বিত করবো। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে শক্তি যোগাবে।’

বিশ্বকাপে ‘এ’ গ্রুপে আফ্রিকার অঞ্চলের প্রতিপক্ষ এশিয়ান পরাশক্তি সৌদি আরব, দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে ও স্বাগতিক রাশিয়া। আগামী ১৫ই জুন শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ফারাওরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply