লেখা-আঁকার পুরস্কার স্বর্ণের কলম!

|

লেখা বা আঁকার মাধ্যমে আপনিও পুরস্কার হিসেবে পেতে পারেন স্বর্ণের কলম! এই অভিনব উদ্যোগ নিয়েছে কলম ও স্টেশনারির সুপার ব্র্যান্ড পাইলটের (Pilot) বাংলাদেশের পরিবেশক কিউঅ্যান্ডকিউ (Q&Q) ট্রেডিং।

কিউঅ্যান্ডকিউ’র পৃষ্ঠপোষকতায় কলমবাজদের সংগঠন Fountain Pen Culture দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে ‘Pilot Pen Presents FPC Rain 2022′ শিরোনামে পক্ষকালব্যাপী সৃজনশীল প্রতিযোগিতা।

গত ১৬ জুন থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে, যা চলবে ১৫ জুলাই পর্যন্ত। স্বরচিত কবিতা, ক্যালিগ্রাফি বা লেটারিং এবং ড্রয়িং- এই তিনটি বিভাগে যেকোনো বয়সী প্রতিযোগী অংশ নিতে পারবে। শর্ত হচ্ছে ফাউন্টেন পেন দিয়ে লেখা বা আঁকায় ফুটিয়ে তুলতে হবে বাংলার আবহমান বর্ষার রূপ। একজন প্রতিযোগী তিনটি বিভাগে তার কাজ জমা দিতে পারবেন।

আয়োজকরা জানিয়েছেন, হাল ফ্যাশনের গ্যাজেট আর শহুরে ব্যস্ততায় ক্রমেই হারিয়ে যাচ্ছে লেখার অভ্যাস। একই সাথে বিলুপ্তির পথে ফাউন্টেন পেন, তরল কালি আর বৈচিত্র্যময় সব কাগজ। ফাউন্টেন পেন ও তরল কালির ব্যবহার বাড়াতে এই আয়োজন। পুরস্কার হিসেবে থাকছে ১৮ ক্যারেট গোল্ড নিবের তিনটি কলম।
বিস্তারিত জানতে ফেসবুক লিংক: www.facebook.com/groups/fountainpenculture

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply