নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি

|

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। কোরবানির ইদের পর ১৭ জুলাই থেকে শুরু হবে সংলাপ। যা চলবে ৩১ জুলাই পর্যন্ত।

বুধবার (৬ জুলাই) বিকাল ৫টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অশোক কুমার জানান, নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রতিদিন চারটি দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। অতিরিক্ত সচিব আরও জানান, এবারের সংলাপে কোনো এজেন্ডা রাখা হয়নি। দলগুলো সংসদ নির্বাচনের যেকোনো বিষয় নিয়ে আলোচনা ও মতামত দিতে পারবে। এর আগে ইভিএম নিয়ে ইসির বৈঠকে বিএনপিসহ ১১টি দল অংশ নেয়নি।

আরও পড়ুন: মালয়েশিয়ায় কর্মী পাঠাতে খরচ হবে ৮০ হাজার টাকা কম: প্রবাসী কল্যাণমন্ত্রী

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply