স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসছে, কমতে শুরু করেছে দাম

|

দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানির খবরে দেশি পেঁয়াজের দর কমতে শুরু করেছে। রাজধানীর বাজারে মান ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪২ টাকা।

কৃষক পর্যায়ে নায্য দাম নিশ্চিত করতে গত ৫ মে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র দেয়া বন্ধ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। বেশ কিছু দিন ধরে আবারও বাড়তে থাকে দেশি পেঁয়াজের দাম। ৫৫ টাকা কেজিতেও কিনতে হয় ক্রেতাদের।

কোরবানির ঈদের সময় সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির আবারও অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যা থেকে আমদানি শুরু হয়েছে। আমদানিকারকরা বলছেন, এতে বাজার নিয়ন্ত্রণে আসবে, সেই সঙ্গে দাম আরও কমবে। ইতোমধ্যে বিভিন্ন বন্দরে ভারত থেকে পেয়াজ আসছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply