ইংলিশ সমর্থকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ খেলা দেখতে যাওয়া ভারতীয়দের

|

ছবি: সংগৃহীত

ইংল্যান্ড সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদমূলক আচরণের অভিযোগ করেছে ভারতীয় সমর্থকরা। বিষয়টি খতিয়ে দেখছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। খবর দ্য হিন্দুর।

সোমবার (৪ জুলাই) এজবাস্টন টেস্টের চতুর্থ দিন এমন অভিযোগ আনে ভারতীয় সমর্থকরা। বেশকিছু সমর্থক টুইট বার্তায় জানিয়েছে, ইংলিশ সমর্থকরা তাদের উদ্দেশ্য করে বর্ণবাদমূলক আচরণ করেন।

এই বিষয়ে নিরাপত্তাকর্মীদের বেশ কয়েকবার অভিযোগ করলেও কোনো সাড়া মেলেনি। টুইট নজরে আসার সাথে সাথে বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ক্রিকেটে বর্ণবাদের কোনো সুযোগ নেই বলেও জানিয়েছে তারা।

প্রসঙ্গত, পরতে পরতে রোমাঞ্চ ছড়ানো এজবাস্টন টেস্টে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারতের করা ৪১৬ রানের জবাবে মাত্র ২৮৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ভারত ২৪৫ রানে অলআউট হলে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭৮ রানে। যা ৭ উইকেট হাতে রেখেই পার করে ইংল্যান্ড। দুই ইনিংসেই সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জনি বেয়ারস্টো। আর সিরিজসেরা হয়েছেন যৌথভাবে জাসপ্রিত বুমরাহ ও জো রুট।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply