সালাহ’র বিশ্বকাপ মিশন শেষ!

|

প্রথমবারের মতো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে খেলার সৌভাগ্য হচ্ছেনা মিশরের রাজা খ্যাত মোহাম্মদ সালাহর। শনিবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কাধে চোট পাবার কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ২৫ বছর বয়সী এই তারকা।

প্রাথমিকভাবে চিকিৎসকরা বলেছেন, বেশ লম্বা সময় তাকে বিশ্রাম ও চিকিৎসা নিতে হবে। ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা জানিয়েছে, মোহাম্মদ সালাহর কাধে যে ধরনের চোট লেগেছে তা সারতে সাধারণত ১২-১৬ সপ্তাহ লাগে। তবে বিশ্বমানের চিকিৎসার কারণে হয়তো সালাহর ক্ষেত্রে অতোটা সময় লাগবে না।

কিন্তু আগামী দুই সপ্তাহ তাকে বিশ্রামে রাখা হবে বলে জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট। বিশ্বকাপ শুরুর দ্বিতীয় দিনে মিশরের খেলা রয়েছে। সে হিসেবে খেলার আগে তিন সপ্তাহ সময় আছে সালাহর সামনে। এই সময়ের মধ্যে পুরোপুরি সেরে ওঠতে পারবেন কিনা সেটােই এখন বড় প্রশ্ন।

এদিকে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে লিভারপুল কোচও শুনিয়েছেন হতাশার বাণী। তিনি বলেন, সালাহর আঘাত গুরুতর৷ সত্যিই খারাপভাবে চোট পেয়েছে ও৷ এক্স-রে করানোর জন্য হাসপাতালে রয়েছে সালাহ৷ ওকে দেখেও মোটেও ভালো লাগছে না৷ মনে হচ্ছে হয় কাঁধ ভেঙেছে৷ আমরা একজন দারুণ খেলোয়াড়কে হারালাম৷ হয়ত বিশ্বকাপের আগে মিশর তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারকে হারাল৷

এরপরও সালাহর সুস্থতার ব্যাপারে আশা বাঁচিয়ে রেখে ক্লপ বলেন, আমি এখনও আশা রাখি এসব যাতে কোনওটাই না হয়৷

গত রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটিতে প্রথমার্ধের ৩০ মিনিটে রিয়াল ডিফেন্ডার রামোসেকে কাটিয়ে বল বের করে নিতে চান সালাহ৷ এই সময় রামোসের সঙ্গে ধাক্কা লাগলে কাঁধে চোট পেয়ে মাঠে শুয়ে পড়েন মিশরীয় ফরোয়ার্ড৷

মাঠে চিকিৎসক এসে চেষ্টা করেন মিশরের ‘মেসি’কে সুস্থ করার৷ চিকিৎসক মাঠ ছাড়ার পর খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন সালাহ৷ কিন্তু চোট গুরুতর হওয়ার জন্য মাঠ ছাড়তে বাধ্য হন ইংলিশ প্রিমিয়র লিগের সর্বোচ্চ গোলস্কোরার৷


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply