চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গিয়ে দেয়াল দেখবেন অনেকে!

|

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ঘিরে উত্তেজনা বরাবরই তুঙ্গে। রোববার দিবাগত রাতে রিয়াল মাদ্রিদের সাথে বহু প্রতীক্ষিত শিরোপার দ্বৈরথে নামছে লিভারপুল। সালাহ-রোনালদো লড়াই দেখতে লাখ লাখ টাকা খরচ করে ইউক্রেনের রাজধানী কিয়েভের স্টেডিয়ামে যাচ্ছে নানা দেশের মানুষ। এই তো হওয়ার কথা। তবে, এতকিছুর পর যদি কারো বসার স্থান হয় এমন এক জায়গায় যেখান থেকে শুধু একজন গোলকিপারকেই দেখা যাবে, বাকিটা জুড়ে থাকবে আস্ত একটি দেয়াল, তাহলে কেমন হবে?

কিয়েভের যে মাঠটিতে ফাইনাল হচ্ছে সেখানেই ২০১২ সালের ইউরো ফাইনালও হয়েছিল। স্পেনের কাছে ইতালির একতরফা আত্মসমর্পণের সেই ম্যাচটিতে এমন বিচিত্র ও বিরক্তিকর সিটে বসে খেলা দেখতে হয়েছিল অনেক দর্শকদের। সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছিল তুমুল সমালোচনা।

এমনিতেই বাড়তি বিমান ভাড়া, হোটেল ও যাতায়াত ভাড়া বাড়িয়ে দেওয়ায় কারণে প্রায় ২ হাজার টিকিট ফিরিয়ে দিয়েছেন দর্শকরা। তার ওপর মাঠের সিট নিয়ে এমন সমালোচনায় নিশ্চয় বিব্রত আয়োজক কর্তৃপক্ষ। তবে, একটি জমজমাট ফাইনাল উপহার দিয়ে এই সকল আলোচনাকে গৌণ করে তুলবেন সালাহ-রোনালদোরা এমনটাই প্রত্যাশা সবার।

যমুনা অনলাইন: এটি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply