যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলের কোচ হলেন শিবনারায়ন চন্দরপল

|

শিবনারায়ন চন্দরপল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক ক্যারিবিয়ান ব্যাটিং গ্রেট শিবনারায়ন চন্দরপল। একই সঙ্গে দেশটির নারী অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্বও সামলাবেন তিনি।

আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড বলেছে, যুক্তরাষ্ট্র ক্রিকেট আনন্দের সাথে ঘোষণা করতে যাচ্ছে যে, যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে শিবনারায়ন চন্দরপলকে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া, দেশটির অনূর্ধ্ব-১৯ দলগুলোর খেলোয়াড় বাছাইয়ের পরামর্শক হিসেবেও কাজ করবেন তিনি।

চুক্তি অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত দায়িত্বে থাকবেন চন্দরপল। আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে দলের দায়িত্ব নেবেন তিনি। এর আগে, কোচ হিসেবে চন্দরপল কাজ করেছেন উইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে। সবশেষ সিপিএল আসরে তিনি ছিলেন জ্যামাইকা তালাওয়াসের প্রধান কোচ। উইন্ডিজ জাতীয় দলের হয়ে সমৃদ্ধ ক্যারিয়ার ছিল তার। ১৬৪ টেস্ট ম্যাচে ৫১ গড়ে চন্দরপল করেন প্রায় ১২ হাজার রান।

আরও পড়ুন: বিপিএল কি স্থানীয় ব্যাটারদের জন্য লস প্রজেক্ট?

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply