কোরবানি দিয়ে মাংস পৌঁছে দেওয়ার শর্তে ডিজিটাল হাটে পশু কিনছেন অনেকে

|

কোরবানির পশু কেনার ভোগান্তি এড়াতে এখন জমজমাট হয়ে উঠেছে ডিজিটাল হাট। কর্মব্যস্ত শহরবাসীর জন্য সহজে পশু কেনার এ এক অপূর্ব সুযোগ। এসব হাটে কেউ পশু বুকিং করে রাখছেন, যা ঈদের আগের দিন বাসায় পৌঁছে দেবেন খামারিরা। আবার অনেকে কোরবানি সম্পন্ন করে প্যাকেটজাত মাংস বাসায় পৌঁছে দেওয়ার শর্তে পশু কিনছেন।

দুই মাস আগ থেকেই কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে অনলাইনে। বিক্রেতাদের প্রত্যাশা দুই-একদিনের মধ্যেই বিক্রি বাড়বে কয়েকগুণ। হাটে গিয়ে কোরবানির পশু কিনতে পোহাতে হয় নানা ঝক্কি-ঝামেলা, তাছাড়া করোনা সংক্রমণ বৃদ্ধিসহ রয়েছে অন্যান্য স্বাস্থ্যঝুঁকি। তাই পশু কেনায় ভোগান্তি এড়াতে অনলাইন প্ল্যাটফর্মে ঝুঁকছেন অনেকে।

আল মদিনা ক্যাটেল র্ফামের পরিচালক সামিউল এসান বলছেন খামারগুলোতে তারাই পালছেন গরুগুলোকে। এসব গরুর অনেকগুলোই বিক্রি হয়ে গেছে। গরুগুলো ঈদের আগেরদিন পৌঁছে দেয়া হবে গ্রাহকদের।

বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন বলছেন, ডেলিভারি সার্ভিস ফ্রিতে দেয়ায় অনেকেই আগ্রহী হচ্ছেন অনলাইনে গরু কেনায়। দিনদিন সার্ভিসের গণ্ডিও বাড়ছে বলে জানালেন তিনি। তবে অনলাইন বা ডিজিটাল প্লাটফর্ম থেকে পশু কিনলে মধ্যস্বত্বভোগীদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply