জমে উঠছে পশুর হাটগুলো

|

জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাটগুলো। পুরোদমে কেনাবেচা শুরু না হলেও দরদাম আর পছন্দসই গরু দেখতে ক্রেতারা ঢু মারছেন হাটে। গত বছরের তুলনায় এবার পশুর দাম বেশি বলে জানাচ্ছেন ক্রেতা বিক্রেতা উভয়ই।

কোরবানির ঈদের বাকি আর ছয়দিন। সাধারণত এক সপ্তাহ আগেই গরুর হাটগুলো জমতে শুরু করে। তবে নানা ঝামেলা কমাতে ব্যাপারিরা দুই তিনদিন আগে গরু আনেন হাটে।

এখন পর্যন্ত যেসব পশু হাটে তোলা হয়েছে সেগুলোর দাম বেশি হাঁকছেন বিক্রেতারা। তাদের দাবি পথে পথে চাঁদাবাজির কারণে গরুর দাম বেশি। এছাড়া গোখাদ্যর বেশি দামও পশুর অতিরিক্ত দামের কারণ বলে দাবি তাদের।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply