টিকিট বিক্রি শুরু হলে সার্ভারে গোলযোগ, শেষ হলে ঢোকা যায় অ্যাপে

|

ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরুর চতুর্থ দিনেও সার্ভার জটিলতার অভিযোগ করছেন যাত্রীরা। বলছেন, সোমবার (৪ জুলাই) সকালে টিকিট বিক্রির শুরুতেই সার্ভার জটিলতায় অ্যাপে প্রবেশ করতে পারছেন না। কিন্তু সব টিকিট বিক্রির পরেই অ্যাপে ঢোকা যায়।

সকাল ৮ টা থেকে দেয়া হচ্ছে ৮ জুলাইয়ের টিকিট। দুই দিন ধরে স্টেশনে থাকার পরও টিকিট নামের সোনার হরিণের দেখা পাচ্ছেন না যাত্রীরা। অভিযোগ করেন কর্তৃপক্ষের সঠিক পদক্ষেপের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। অনেক কষ্টের পর টিকিট পাওয়ায় অনেকের মুখে হাসি ফুটেছে। অনেকেই আবার ৯ জুলাইয়ের টিকিটের জন্য আজকেই লাইনে দাঁড়াচ্ছেন।

ঢাকায় ছয়টি স্টেশন ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ঈদের ট্রেনের টিকিট দেয়া হচ্ছে। ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। সেদিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের, ৯ জুলাই ১৩ ও ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ১০ জুলাই ঈদ হওয়ায় ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। তবে ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply